বালুভর্তি ট্রাক নিয়ে ভেঙে পড়ল সেতু | Daily Chandni Bazar বালুভর্তি ট্রাক নিয়ে ভেঙে পড়ল সেতু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ মার্চ, ২০২১ ১৩:২৫
বালুভর্তি ট্রাক নিয়ে ভেঙে পড়ল সেতু
অনলাইন ডেস্ক

বালুভর্তি ট্রাক নিয়ে ভেঙে পড়ল সেতু

ফরিদপুর-নগরকান্দা সড়কের নগরকান্দা পৌরসভার জুঙ্গরদি এলাকার কুমার নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি ট্রাক নিয়ে ভেঙে পড়েছে। শনিবার (২০ মার্চ) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

এতে ফরিদপুর জেলা সদরসহ বিভিন্ন স্থানের সাথে নগরকান্দা উপজেলার সড়ক পথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বালুভর্তি একটি ট্রাক মাগুরার দিক থেকে গোপালগঞ্জের মোকসুদপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি বেইলি সেতুর ওপর উঠলে সেতুটির মধ্যের অংশ দেবে যায়। খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।

পুরাতন এই সেতুটি দিয়ে ভয়ে লোকজন পারপার করছিলো বেশ কিছুদিন যাবত। বার বার সেখানে একটি নতুন সেতুর দাবি জানালেও তা বাস্তবায়িত না হওয়ায় চরম ক্ষোভ রয়েছে এলাকাবাসীর।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানন, শনিবার ভোরে কুমার নদীর ওপর নির্মিত পুরাতন বেইলি সেতুটি বালুভর্তি ট্রাক নিয়ে ভেঙে পড়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দৈনিক চাঁদনী বাজার  সাজ্জাদ হোসাইন