রাইস মিলের ফেলে রাখা ছাইয়ে পুড়ে প্রাণ গেল শিশুর | Daily Chandni Bazar রাইস মিলের ফেলে রাখা ছাইয়ে পুড়ে প্রাণ গেল শিশুর | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ মার্চ, ২০২১ ১০:৫৫
রাইস মিলের ফেলে রাখা ছাইয়ে পুড়ে প্রাণ গেল শিশুর
অনলাইন ডেস্ক

রাইস মিলের ফেলে রাখা ছাইয়ে পুড়ে প্রাণ গেল শিশুর

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় রাস্তার পাশে অটোরাইস মিলের ফেলে রাখা জ্বলন্ত ছাইয়ে দগ্ধ হয়ে আরাফাত (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরাফাত উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামের আয়েন আলীর ছেলে। সে ওই ইউনিয়নের শ্রীপুর গ্রামে নানা আয়েন আলী মন্ডলের বাড়িতে বেড়াতে এসেছিল।

রোববার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এর আগে গত ১৫ মার্চ ( সোমবার) বাকতা ইউনিয়নের শ্রীপুর গ্রামের সরকার অটোরাইস মিলের জ্বলন্ত ছাইয়ে পড়ে দগ্ধ হয় আরাফাত। আরাফাতকে উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত আরাফাতের চাচা আসাদুজ্জামান। তিনি বলেন, সরকার অটোরাইস মিল তাদের জ্বলন্ত ছাই রাস্তার পাশে যত্রতত্র ফেলে রাখে। এ বিষয়ে একাধিকবার প্রতিবাদ করেও কোনো কাজ হয়নি। এমতাবস্থায় গত ১৫ মার্চ আরাফাত নানার বাড়িতে বেড়াতে গিয়ে শিশুদের সাথে খেলতে খেলতে জ্বলন্ত ছাইয়ে পড়ে যায়।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ওসি আজিজুর রহমান বলেন, বিষয়টি এখনও কেউ থানায় জানায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার  সাজ্জাদ হোসাইন