পাঁচবিবিতে সংখ্যালঘু পরিবারের উপর হামলা | Daily Chandni Bazar পাঁচবিবিতে সংখ্যালঘু পরিবারের উপর হামলা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ মার্চ, ২০২১ ২২:৪৫
পাঁচবিবিতে সংখ্যালঘু পরিবারের উপর হামলা
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদ প্রতিনিধি

পাঁচবিবিতে সংখ্যালঘু পরিবারের উপর হামলা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মালিদহ এলাকায় ছোট যমুনা নদীর আখড়া ঘাট পারাপারে  টাকা চাওয়াকে কেন্দ্র করে সংখ্যালঘু ঘাটের ইজারাদারকে মারপিট করা হয়েছে। এঘটনায় রবিবার সকাল ১১টায় নিজ বাড়িতে সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে মালিদহ গ্রামের মৃত-সুধীর মহন্তর ছেলে কানাই লাল লিখিত বক্তব্যে বলেন,
বালিঘাটা ইউনিয়ন পরিষদ থেকে আখড়া ঘাট ইজারা নেয় আমার ছেলে সুব্রত মহন্ত। ১৭ মার্চ বুধবার নাসির উদ্দিনের ছেলে জাকির হোসেন মুন্না ঘাট পারাপারের সময় তার কাছ থেকে টাকা চাইলে মুন্না টাকা না দিয়ে বিভিন্ন ভাষায় গালমন্দ করে ও প্রান নাশের হুমকি দেয়। 

পরে মুন্না তার বাবা নাসির, মেহেদি, সেলিম, জনি, শাহজাহান ও আকলিমা মিলে আমার দোকানে এসে ১০ হাজার টাকা চাঁদা দাবী করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে ও সুব্রতকে মারপিট করে চলে যায়। গ্রামবাসির সহযোগিতায় ছেলেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আমার বড়ভাই সুশীল চন্দ্র মহন্ত একজন বীর মুক্তিযোদ্ধা সেহেতু আমরা মুক্তিযোদ্ধা পরিবার। এলাকায় আমরা সংখ্যালঘু হওয়ায় চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক দোষী ব্যাক্তিদের সংবাদিক সম্মেলনের মাধ্যমে শাস্তির দাবী জানাচ্ছি। 

এবিষয়ে মুন্নার সঙ্গে কথা বললে তিনি জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীণ।

দৈনিক চাঁদনী বাজার  সাজ্জাদ হোসাইন