সিংড়ায় করোনা মোকাবেলায় পুলিশের প্রচারণা ও মাস্ক বিতরণ | Daily Chandni Bazar সিংড়ায় করোনা মোকাবেলায় পুলিশের প্রচারণা ও মাস্ক বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ মার্চ, ২০২১ ২৩:১৪
সিংড়ায় করোনা মোকাবেলায় পুলিশের প্রচারণা ও মাস্ক বিতরণ
ষ্টাফ রিপোর্টার

সিংড়ায় করোনা মোকাবেলায় পুলিশের প্রচারণা ও মাস্ক বিতরণ

 “মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে সিংড়া থানার আয়োজনে সচেতনাতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন হয়। ঘন্টাব্যাপী পৌরসভার বিভিন্ন মোড়ে মোড়ে ও রাস্তায় মাস্ক বিতরণ করা হয়। এর আগে উপজেলা কোর্টমাঠে সচেতনমূলক প্রচারণা শুরু হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ নূর-এ-আলম সিদ্দিকী বিপিএম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আকতার, সিংড়া থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ প্রমুখ।

দৈনিক চাঁদনী বাজার  সাজ্জাদ হোসাইন