![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
জয়পুরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র, গরু, ছাগল সহ সব পুড়ে ছাই হয়েছে। সোমবার বিকেলে পৌর এলাকার হাতিল হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয়রা জানান, জয়পুরহাট শহরের হাতিল হাজীপাড়া মাবুদের বাড়িতে দুপুরে রান্নার পর বাড়ির লোকজন বাহিরে কাজ করতে যায়। তারপরে চুলার পাশে পাটকাটিতে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগা দেখে মাবুদের ছেলে শামিম আশাপাশের সকলকে চিৎকার করে ডাকাডাকি করলে লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ৬টি পরিবারের বেড়া ও টিনের ছাপড়াবাড়ির সব কিছু পুড়ে যায়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে স্থানীয় পৌর মেয়র ও প্রশাসনের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ্বাস দেন।
পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্থদের প্রাথমিক ভাবে থাকা, খাওয়ার ব্যবস্থা করছি। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে সহযোগিতা করা হবে।
জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় বলেন, প্রত্যেক পরিবারকে নগদ ৬ হাজার টাকা, ৩০ কেজি চাল, ২ বান্ডিল টিন ও কম্বল দেওয়া হয়েছে এবং পরবর্তীতে তদন্ত করে ক্ষতিগ্রস্থদের ক্ষতির তালিকা করে আরও সহায়তা করা হবে।
দৈনিক চাঁদনী বাজার সাজ্জাদ হোসাইন