বগুড়ায় বিশ্ব কবিতা দিবস পালন | Daily Chandni Bazar বগুড়ায় বিশ্ব কবিতা দিবস পালন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ মার্চ, ২০২১ ২১:৫৪
বগুড়ায় বিশ্ব কবিতা দিবস পালন
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় বিশ্ব কবিতা
 দিবস পালন

বগুড়ার শিশু-কিশোর সাহিত্য সংগঠন কুঁড়ি’র উদ্যোগে বিশ্ব কবিতা দিবস পালিত হয়। এ উপলক্ষে গতকাল ২১ মার্চ বিকালে ৪টায়, ম্যাক্স মোটেলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ছড়া লেখা প্রতিযোগিতা, স্বরচিত কবিতাপাঠ ও আলোচনা অনুষ্ঠিত হয়। কুঁড়ি’র অন্যতম সদস্য হাসনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি আজিজুল হক কলেজ বগুড়ার সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ সামস্-উল আলম জয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে। এতে শিশু-কিশোর শিক্ষার্থীরা একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠবে। তিনি আরো বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা কখনো একজন শিক্ষার্থীকে মানবিকগুণাবলীতে পরিপূর্ণ করতে পারে না। এজন্য শিল্প-সাহিত্য-সংস্কৃতির সাথে প্রত্যেককে জড়িত থাকা প্রয়োজন। 

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তছলিম উদ্দিন তরফদার ডিগ্রি কলেজ বগুড়ার অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও কথাসাহিত্যিক সাজাহান সাকিদার। আলোচনা করেন কবি সেলিম রেজা কাজল ও ছড়াকার রতন খান। আলোচনা শেষে অতিথিবৃন্দ অনুষ্ঠানের শুরুতে শিশু-কিশোরদের মধ্যে ছড়া লেখা প্রতিযোগিতায় ইউনিক পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী সামিয়া বারী ওহী, ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সিমলা হোসেন জুঁই, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী রুহানী তাবাসসুম এবং এস ও এস হারম্যান মেইনার কলেজ বগুড়ার পঞ্চম শ্রেণির ছাত্র আবু মুতা আলী উলফাতের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৭ জন শিশু-কিশোর তাদের স্বরচিত কবিতাপাঠ করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুঁড়ি’র সম্পাদক আব্দুল খালেক।

দৈনিক চাঁদনী বাজার  সাজ্জাদ হোসাইন