বগুড়ায় মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করলো পিবিআই | Daily Chandni Bazar বগুড়ায় মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করলো পিবিআই | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ মার্চ, ২০২১ ২১:৫৯
বগুড়ায় মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করলো পিবিআই
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় মাস্ক ও সচেতনতামূলক
লিফলেট বিতরণ করলো পিবিআই

কোভিড-১৯ মোকাবেলায় বগুড়ায় গণসচেতনতা তৈরিতে এবং মাস্কের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে সোমবার সকালে শহরের সাতমাথাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বগুড়া।

পিবিআই বগুড়ার পুলিশ সুপার আকরামুল হোসেনের নেতৃত্বে পিবিআই এর পুলিশ সদস্যরা মাস্কবিহীন মানুষদের সচেতন করাপূর্বক প্রত্যেককে মাস্ক পরিয়ে দিয়েছেন শুধু তাই নয় লিফলেট বিতরণের মাধ্যমে সকলকে কোভিড-১৯ থেকে নিজে এবং নিজের আশেপাশে সুরক্ষিত থাকতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তারা।

দৈনিক চাঁদনী বাজার  সাজ্জাদ হোসাইন