অস্ট্রেলিয়ায় ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার আঘাত | Daily Chandni Bazar অস্ট্রেলিয়ায় ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার আঘাত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ মার্চ, ২০২১ ১০:৫১
অস্ট্রেলিয়ায় ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার আঘাত
অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ায় ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার আঘাত

অস্ট্রেলিয়ায় বিগত ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা আঘাত হেনেছে। এ জন্য দেশটির সরকার নতুন করে সতর্কতা জারি করে আক্রান্ত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলেছে। এবারের বন্যায় দেশটির আড়াই কোটি মানুষের মধ্যে অন্তত ১ কোটি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। খবর রয়টার্সের।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ‘অন্তত ১৮ হাজার মানুষকে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে হয়েছে।’

রয়টার্স জানাচ্ছে, প্রবল বৃষ্টিতে ঘরবাড়ি, রাস্তাঘাট এবং গবাদিপশুর খামার ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে। কয়েক হাজার মানুষকে উদ্ধারকর্মীরা সরিয়ে নিয়েছেন। তবে এখনও কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এবারের বন্যায় দেশটির সাউথ ওয়েলস স্টেট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, একাধিক জায়গায় স্রোতের মধ্যে পুরো ব্রিজ ভেসে যেতে দেখা গেছে। এ অবস্থার মধ্যে নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের কাছে প্রতিরক্ষা বাহিনীর সহায়তা চেয়েছে।

ভারি বর্ষণের কারণে সিডনির প্রধান পানি সরবরাহের ওয়ারাগাম্বা ড্যাম থেকে পানি উপচে বের হয়ে গেছে। আগামী অন্তত ৭ দিন এ অবস্থা চলবে বলে ধারণা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী স্কট মরিসন কর্তৃপক্ষের দেয়া সাবধানতা যথাযথভাবে মেনে চলতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

দৈনিক চাঁদনী বাজার  সাজ্জাদ হোসাইন