শাল্লায় হামলার ঘটনায় আরও এক আসামি গ্রেফতার | Daily Chandni Bazar শাল্লায় হামলার ঘটনায় আরও এক আসামি গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ মার্চ, ২০২১ ১১:০৭
শাল্লায় হামলার ঘটনায় আরও এক আসামি গ্রেফতার
অনলাইন ডেস্ক

শাল্লায় হামলার ঘটনায় আরও এক আসামি গ্রেফতার

সুনামগঞ্জের শাল্লায় নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি আকামত আলীকে (৫৫) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) ভোরে তাকে গ্রেফতার করে পুলিশ।

এ নিয়ে এই মামলায় মোট গ্রেফতার করা হয়েছে ৩৪ আসামিকে। বিষযটি নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

প্রসঙ্গত, গত বুধবার (১৭ মার্চ) শাল্লার নোয়াগাঁও গ্রামের এক ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে নোয়াগাঁও গ্রামের ৮৮টি হিন্দুবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যায় থানায় পৃথক দুইটি মামলা করা হয়। নোয়াগাঁও গ্রামবাসীর পক্ষে একটি মামলা করেন গ্রামের বাসিন্দা হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল। এই মামলায় ৫০ জনের নাম উল্লেখ করে দেয়া হয় এবং আরও ১৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। অন্য মামলাটি করেন শাল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম।

দৈনিক চাঁদনী বাজার  সাজ্জাদ হোসাইন