![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
বগুড়া সদরের বামনপাড়া বাজারে হত দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসুচীর ১০ টাকা কেজি দরে চাল বিতরণে ঘাপলা, ডিলার বাতিল সহ ব্যবস্থা নেওয়ার দাবী। জানা গেছে ২২ মার্চ সারা দেশের ন্যায় বগুড়া সদরের বিভিন্ন ইউনিয়নে সরকারীভাবে নিয়োগকৃত ডিলারদের মাধ্যমে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়।এরই ধারাবাহিকতায় সোমবার সদরের নামুজা ইউনিয়নের বামনপাড়া বাজারে ডিলার নুর আলমের মধ্যমে প্রতিটি ৩০ কেজির বস্তা ৩০০ টাকায় হতদরিদ্র ভোক্তাদের মাঝে বিতরণ কালে বেশিরভাগ বস্তায় ৩০ কেজির পরিবর্তে ২৭/ ২৮/২৯ কেজি করে চাল দেখা যায়। ভোক্তারা জানান আমরা গরীব মানুষ ৩০ কেজির পরিবর্তে কেন ২৮ কেজি চাল নিব? এডিলার রাতের অন্ধকারে বেশিরভাগ বস্তা থেকে ১/২ কেজি করে চাল নেমে নিয়েছে। যদি তাই না হয়, তাহলে চাল কম হবে কেন?ধলমোহিনী গ্রামের মৃত ছফের আলীর পুত্র মাসুম ও মৃত মুনছুর আলী গ্রাম পুলিশের স্ত্রী মর্জিনা জানায় আমাদের বস্তায় ২৮ কেজি করে চাল ছিল, তা নুর আলম ডিলার দিয়েছে। এব্যাপারে আলমের সাথে কথা বললে তিনি জানান ৩০ কেজির বস্তায় চাল যেভাবে ছিল আমি সেভাবেই বিতরণ করেছি। ইতিপূর্বেও এ ডিলারের বিরুদ্ধে হতদরিদ্রদের চাল বিতরনে অনেক অভিযোগ রয়েছে। তার অনিয়মের বিষয়টি সদর উপজেলা খাদ্য অফিসার আব্দুল মজিদকে জানালে তিনি বলেন তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক চাঁদনী বাজার সাজ্জাদ হোসাইন