
বগুড়ার শিবগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ভুন্ডুল, ধাওয়া-পাল্টা ধাওয়া বিক্ষোভ মিছিল, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ।
জানা যায়, গতকাল মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গুজিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিকালে অত্র ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোকলেছার রহমান মুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা আনোয়ার পারভেজ রুবন, সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, আওয়ামীলীগ নেতা শাহজাদা চৌধুরী, আকরাম হোসেন, এমদাদুল হক, ইঞ্জিঃ আব্দুল মান্নান শেখ প্রমুখ। সম্মেলনের ২য় অধিবেশন চলাকালীন সময় জেলা ও উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে নতুন ওয়ার্ড কমিটি ও পুরাতুন ওয়ার্ড কমিটি ঘোষণা কে কেন্দ্রে করে ভারপ্রাপ্ত সভাপতি মুন্নু ও বদো মেম্বার এর সমর্থকদের মধ্যে বাক বিতন্ডতা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় সমর্থকগণ স্লোগান দিতে থাকে। এসময় জেলা ও উপজেলা নেতৃবৃন্দ সভাস্থল ত্যাগ করে। এর কিছুক্ষণের মধ্যেই উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ঘটনাস্থলে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এব্যাপারে ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি মোকলেছার রহমান মুন্নুর সমর্থকরা গুজিয়া বাজার এলাকায় পুরাতুন কমিটির তালিকা দ্বারা সম্মেলনের দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে। এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক বলেন, জামায়াত বিএনপির লোকজন দ্বারা কমিটি গঠন করার কারণে এ সম্মেলন ভুন্ডুল হয়ে যায়। এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা বলেন, কিছু বিতর্কিত লোকজনকে কমিটিতে নেওয়ার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, সম্মেলনকে ঘিরে হট্টগোল সৃষ্টি হলে তাৎক্ষনিক ভাবে হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি।
দৈনিক চাঁদনী বাজার সাজ্জাদ হোসাইন