বগুড়ায় করোনায় নতুন আক্রান্ত ২০ | Daily Chandni Bazar বগুড়ায় করোনায় নতুন আক্রান্ত ২০ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ মার্চ, ২০২১ ২২:২০
বগুড়ায় করোনায় নতুন আক্রান্ত ২০
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় করোনায়
নতুন আক্রান্ত ২০

বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা দিনদিন বাড়ছে। জেলায় নতুন করে মঙ্গলবার আরো ২০জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলো ১০ হাজার ১৯৯ জন। 

বগুড়া সিভিল সার্জন এর কার্যালয় সুত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে বগুড়া সদর উপজেলারই ১৯ জন। অপরজন আক্রান্ত হয়েছেন শেরপুর উপজেলার বাসিন্দা  এর আগে ১৭ মার্চ ২৪ জন ও ১৮ মার্চ ১৯ জনের দেহে করোনা ভাইরাসে শনাক্ত হন। গত ২৪ ঘন্টায় ২২ মার্চ মোট ১৯৭ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৯২টি নমুনা পরীক্ষায় ১৯ জনের এবং জেলার টিএমএসএস হাসপাতালে ৫টি নমুনা পরীক্ষায় ১জন পজিটিভ হন। জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত হলো ১০ হাজার ১৯৯ জন এবং সুস্থ হয়েছে ৯ হাজার ৭৯২জন। নতুন করে কোন মৃত্যু না হওয়ায় জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৫৪ জনের। আর বর্তমানে সরকারি হিসেবে জেলায় মোট চিকিৎসাধীন রয়েছে ১৫৩জন। 

দৈনিক চাঁদনী বাজার  সাজ্জাদ হোসাইন