বগুড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র বাদশাসহ কাউন্সিলরগণের শপথ গ্রহণ | Daily Chandni Bazar বগুড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র বাদশাসহ কাউন্সিলরগণের শপথ গ্রহণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ মার্চ, ২০২১ ০১:১১
বগুড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র বাদশাসহ কাউন্সিলরগণের শপথ গ্রহণ
ষ্টাফ রিপোর্টার

বগুড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র
বাদশাসহ কাউন্সিলরগণের শপথ গ্রহণ

বগুড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র রেজাউল করিম বাদশাসহ অন্যান্য কাউন্সিলরগণ শপথ গ্রহণ করলেন। মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীতে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবির প্রথমে বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশাকে শপথ বাক্য পাঠ করান। 
এরপর বগুড়া পৌরসভার নির্বাচিত সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান। 
এদিকে বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর আমিনুল ইসলাম মঙ্গলবার প্যারোলে মুক্ত হয়ে শপথ গ্রহণ করেন। কাউন্সিলর আমিনুল ইসলাম বেলা ১টা ৩০ মিনিটে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালী রাজশাহী শিল্পকলা একাডেমীতে শপথ গ্রহণ করেন। তাকেও ভার্চুয়ালী রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর তাঁর কার্যালয় থেকে শপথ বাক্য পাঠ করান।
গত ৯ ফেব্রুয়ারি বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বগুড়া সদর থানায় উভয় পক্ষ মামলা দায়ের করেন। সেই মামলায় বগুড়ায় হাইকোর্টের নথি জালিয়াতি করে ‘ভুয়া আগাম জামিন’ আদেশ তৈরি করে আমিনুল ইসলাম ও তার লোকজন। জামিন জালিয়াতি মামলায় কাউন্সিলর আমিনুল ইসলামসহ ৩০ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় উচ্চ আদালত। পরে ৩ ও ৪ মার্চ দুই দফায় কাউন্সিলর আমিনুল ইসলামসহ অন্যান্য ৩০জন আসামী আদালতে গিয়ে আত্মসমর্পন করেন। 

দৈনিক চাঁদনী বাজার  সাজ্জাদ হোসাইন