‘এমন দুঃসাহস যেন আর কেউ দেখাতে না পারে’ | Daily Chandni Bazar ‘এমন দুঃসাহস যেন আর কেউ দেখাতে না পারে’ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১ ১৫:০২
‘এমন দুঃসাহস যেন আর কেউ দেখাতে না পারে’
অনলাইন ডেস্ক

‘এমন দুঃসাহস যেন আর কেউ দেখাতে না পারে’

শাল্লায় নোয়াগাঁও গ্রামে যারা হামলা করেছে তারা দেশের-জাতির-গণতন্ত্রের শত্রু। মাননীয় প্রধানমন্ত্রী চান এ ঘটনার ন্যায় সংগত বিচার হোক। তিনি চান এমন দুঃসাহস যেন আর কেউ দেখাতে না পারে’, বলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে দিরাই উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন প্রতিমন্ত্রী।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মনোরঞ্জন শীল, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

এসময় সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়সহ প্রমুখ।

পরে প্রতিমন্ত্রী শাল্লা উপজেলায় সংখ্যালঘুদের ওপর হামলায় ক্ষতিগ্রস্ত নোয়াগাও গ্রাম পরিদর্শন করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন