নন্দীগ্রামে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন | Daily Chandni Bazar নন্দীগ্রামে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১ ২২:২৫
নন্দীগ্রামে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

নন্দীগ্রামে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

 বগুড়ার নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা দিবসে নানা কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে নন্দীগ্রাম মুনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে পুলিশ, আনছার ও ফায়ার সার্ভিস ডিসপ্লে­প্রদর্শন করে। 

পরে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, থানা অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর ও মোসলেম উদ্দিন প্রমুখ। এরপরে বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে দেয়া হয় এবং তাদের হাতে তুলে দেওয়া হয় উপহার সামগ্রী। 

তবে দেশের করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় অত্যন্ত সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে দিবসটি উদযাপন করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন