পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন। | Daily Chandni Bazar পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন। | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১ ২২:৩৬
পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন।
নাজমুস সাকিব আপেল

পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন।

বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় উদযাপন করেছে।

সূর্যোদয়ের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় আরডিএ, বগুড়ার মহাপরিচালক খলিল আহম্মেদ এর নের্তৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। এ সময় অনুষদ সদস্যবৃন্দ, আরডিএ ল্যাবরেটরি স্কুল ও কলেজের শিক্ষকমন্ডলি, আরডিএ কর্মচারী ইউনিয়ন, চলমান বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থীবৃন্দ ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন শেষে
অর্ধশত লাল-সবুজে'র বেলুন ও পায়রা অবমুক্ত করেন।
মহাপরিচালক আরডিএ শেরপুর বগুড়া'র অডিটোরিয়ামে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে শিশু কিশোরদের সাথে নিয়ে কেক কাটেন। বাদ জুম্মা আরডিএ জামে মসজিদে জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করে এক বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
সন্ধায় আরডিএ অডিটোরিয়ামে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আলোচান সভা, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন