বগুড়ায় রহিমা নবীর পন্ডিত স্মৃতি পাঠাগারের যাত্রা শুরু | Daily Chandni Bazar বগুড়ায় রহিমা নবীর পন্ডিত স্মৃতি পাঠাগারের যাত্রা শুরু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১ ২২:৩৯
বগুড়ায় রহিমা নবীর পন্ডিত স্মৃতি পাঠাগারের যাত্রা শুরু
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় রহিমা নবীর পন্ডিত
স্মৃতি পাঠাগারের যাত্রা শুরু

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার পাঁচপীর তলা মোস্তাইল বাজারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২৬শে মার্চ সকালে এলাকার হাজারো মানুষের শিক্ষা ও জ্ঞানের বিকাশে যাত্রা শুরু করলো রহিমা নবীর পন্ডিত স্মৃতি পাঠাগার।

অবসরপ্রাপ্ত কৃষি অফিসার আবুল বাশারের সভাপতিত্বে ফিতা কেটে উক্ত এলাকার হাজারো মানুষের কাঙ্খিত এই পাঠাগারের উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা বগুড়া নেকটার এর উপ-পরিচালক আলহাজ¦ মুহাম্মদ মাহমুদুর রহমান। অবসরপ্রাপ্ত কৃষি অফিসার আবুল বাশারের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক। বাংলাদেশ তাঁতীলীগ শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি এ.এম.এম ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাঠাগার স্থাপনের এই মহৎ উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রন্থাগার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের আইন বিষয়ক সম্পাদক রেজাউল করিম রেজা, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল হাই, সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মুহাম্মদ মহসীন আলী, দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার সঞ্জু রায় এবং লাইব্রেরিয়ান আব্দুল ওয়াজেদ। 
নিজ গ্রামে পাঠাগার স্থাপনের বিষয়ে প্রতিষ্ঠাতা মাহমুদুর রহমান বলেন, মা-বাবার স্মরণে তাদের নামেই উক্ত এলাকায় শিক্ষার বিকাশ ও আলোকিত মানুষ গড়ার লক্ষ্যেই এই পাঠাগারটি প্রতিষ্ঠা করা হলো যা ছিলো তার ছোটবেলার স্বপ্ন। পাঠাগারটিতে ইতিমধ্যেই রাখা হয়েছে সকল বয়সী মানুষের ভাললাগার মতো অসংখ্য বই এবং প্রতিদিন থাকবে দৈনিক স্থানীয় ও জাতীয় পত্রিকা। যার পরিধি দিন দিন বাড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই শিক্ষানুরাগী মানবিক ব্যক্তিত্ব। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে এসময় আরো উপস্থিত ছিলেন প্রভাষক এ.টি.এম মেহেদী হাসান, মনছুর রহমান, মামুনুর রশিদ, নাঈম, রায়হান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, সাদিক, রনি, রাতুল, মর্তুজা প্রমুখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন