শাজাহানপুরে মাছের সাথে শত্রুতা! | Daily Chandni Bazar শাজাহানপুরে মাছের সাথে শত্রুতা! | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১ ২২:০৭
শাজাহানপুরে মাছের সাথে শত্রুতা!
শাজাহানপুর (বগুড়া) প্রতিনধি

শাজাহানপুরে মাছের সাথে শত্রুতা!

 বগুড়ার শাজাহানপুরে শত্রুতার বলি হয়েছে পুকুরের ৫০ হাজার টাকার মাছ। এ ঘটনায় শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত মাছ চাষি আবু নাঈম। 
অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল টুনিপাড়া গ্রামের বুলবুল আহম্মেদের ছেলে আবু নাঈম (২৫) তার নিজ বাড়ির উত্তরপাশে পৈতৃক সূত্রে পাওয়া ২৮ শতক পুকুরে দীর্ঘদিন যাবত মাছ চাষ করছিল। গত শুক্রবার প্রতিদিনের মতো পুকুর দেখাশোনা করে সন্ধ্যায় বাড়িতে যান। পরদিন গতকাল শনিবার সকালে প্রতিবেশিরা জানায় তার পুকুরের মাছ মরে পানিতে ভাসছে। কে বা কারা রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে এ ঘটনা ঘটিয়েছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত আবু নাঈম জানায়, তার গ্রামে পাচুনিয়া নামক একটি বড় আকারের পুকুর আছে। যার অর্ধাংশের মালিক ৭৬ জন। বাঁকি অর্ধাংশের মালিক জনৈক লোকমান হোসেন। সম্প্রতি ওই পুকুরের মাঝখানে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশি মিজানুর রহমান ও ইউনুস আলীর সাথে তার মারপিটের ঘটনা ঘটলে থানায় মামলা দায়ের হয়। ওই মামলায় মিজানুর গ্রেফতার হয় এবং জামিনে মুক্ত হয়ে নানা প্রকার হুমকি ধামকি দিয়ে আসছিল। এক পর্যায়ে গতকাল তার পুকুরের মাছ মারার ঘটনা ঘটে। অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন জানিয়েছেন, অভিযোগের তদন্ত চলছে। অপরাধী শনাক্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।    

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন