নন্দীগ্রামে স্কুল ছাত্রকে মারপিটের অভিযোগ | Daily Chandni Bazar নন্দীগ্রামে স্কুল ছাত্রকে মারপিটের অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১ ২২:৩২
নন্দীগ্রামে স্কুল ছাত্রকে মারপিটের অভিযোগ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

নন্দীগ্রামে স্কুল ছাত্রকে মারপিটের অভিযোগ

বগুড়ার নন্দীগ্রামে সাদাত আল সাইফ (১২) নামের মেধাবী এক স্কুল ছাত্রকে মারপিঠের অভিযোগ উঠেছে। সাদাত উপজেলার ভাটরা ইউনিয়নের তেঘর তালুকদার পাড়ার গ্রামের আবু সাইদ জাহিদিমান্নার ছেলে। সে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ মার্চ) সকালে আবু সাইদ জাহিদিমান্নার ভগ্নিপতি তেঘর গ্রামের মৃত ভেদা’র ছেলে আব্দুর রহিম (৫৫) আবু সাইদ জাহিদিমান্নার বসতবাড়ী সংলগ্ন দখলকৃত বাগানে জবর দখল করে বাড়ীঘর নির্মানের চেষ্টা করে। এসময় সাদাত আল সাইফ বাঁধা দিতে গেলে আব্দুর রহিম তাকে বেধড়ক মারপিট করে আহত করে। পরে স্থানীয়দের তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।এ বিষয়ে উপজেলার কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্র একটি অভিযোগ দায়ের করা হয়েছে।শনিবার (২৭ মার্চ) দুপুরে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু রায়হানের সাথে যোগযোগ তরা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষার্থীকে মারধরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরির্দশ করেছে। তদন্ত করে করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন