বগুড়ায় করোনায় বৃদ্ধের মৃত্যু: আক্রান্ত ২৮ | Daily Chandni Bazar বগুড়ায় করোনায় বৃদ্ধের মৃত্যু: আক্রান্ত ২৮ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১ ২২:৫৩
বগুড়ায় করোনায় বৃদ্ধের মৃত্যু: আক্রান্ত ২৮
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় করোনায় বৃদ্ধের
 মৃত্যু: আক্রান্ত ২৮

বগুড়ায় নতুন করে করোনা ভাইরাসে বৃদ্ধের মুত্যু হয়েছে ও আক্রান্ত হয়েছে আরো ২৪জন। আর নতুন করে সুস্থ হয়েছে ৩ জন। জেলায় এ নিয়ে শনিবার পর্যন্ত ১০ হাজার ২৭৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলো। সুস্থ হয়েছেন মোট ৯ হাজার ৮০৯ জন।  

বগুড়া সিভিল সার্জন এর কার্যালয় সুত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে বগুড়া সদর উপজেলারই ২৩ জন এবং অপরজন শাজাহানপুর উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘন্টায় (২৭ মার্চ) মোট ১৯৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৮৮টি নমুনা পরীক্ষায় ২৩ জনের এবং জেলার টিএমএসএস হাসপাতালে ৮টি নমুনা পরীক্ষায় ১জন পজিটিভ হন। নতুন করে বগুড়া শহরের চেলোপাড়া এলাকার সুকুমার দাস (৫৬) এর মৃত্যু হওয়ায় জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু হলো ২৫৫ জনে। আর বর্তমানে সরকারি হিসেবে জেলায় মোট চিকিৎসাধীন রয়েছে ২২১জন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন