![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
বগুড়ার শেরপুর উপজেলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ হিসেবে উত্তরণে পল্লী উন্নয়ন একাডেমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১১ টায় আরডিএ বগুড়ার মহাপরিচালক খলিল আহমদের সভাপতিত্বে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভাতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিএ বগুড়ার যুগ্ম-পরিচালক (প্রশিক্ষণ) ড. মোঃ শফিকুর রশিদ, মুখ্য আলোচক হিসাবে আলোচনা করেন আরডিএ বগুড়ার যুগ্ম-পরিচালক (প্রকল্প পরিকল্পনা ও পরিবীক্ষণ) ড. মোঃ আব্দুল মজিদ প্রামানিক। আলোচনা সভায় আরডিএ বগুড়ার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও আরডিএ বগুড়ায় প্রশিক্ষণরত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাবৃন্দ তাঁদের মতামত প্রকাশ করেন। আলোচনা শেষে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশে উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত বিভিন্ন পদক্ষেপের উপর নির্মিত ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়। এর আগে আরডিএ প্রশাসন ভবনের সামনে শোভাযাত্রায় নেতৃত্ব দেন আরডিএ,বগুড়ার মহাপরিচালক জনাব খলিল আহমদ। শোভাযাত্রায় আরডিএ বগুড়ার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আরডিএ বগুড়ায় চলমান বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের প্রশক্ষণার্থীরা অংশগ্রহণ করেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন