ইন্দোনেশিয়ায় চার্চে বোমা বিস্ফোরণ | Daily Chandni Bazar ইন্দোনেশিয়ায় চার্চে বোমা বিস্ফোরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১ ১১:০২
ইন্দোনেশিয়ায় চার্চে বোমা বিস্ফোরণ
অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ায় চার্চে বোমা বিস্ফোরণ

ইন্দোনেশিয়ায় একটি চার্চে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার দেশটির মাকাসার শহরের ক্যাথলিক চার্চে সন্দেহজনক ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছে।

বিস্ফোরণের সময় চার্চের ভেতর লোকজন প্রার্থনা করছিল। দক্ষিণ সুলায়েশি পুলিশের মুখপাত্র ই. জুলপান রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমরা ঘটনাস্থলে বেশ কয়েকজন হতাহত এবং মানুষের শরীরের বিচ্ছিন্ন অংশ দেখতে পেয়েছি। এগুলো হামলাকারীদের নাকি সাধারণ মানুষের তা নিশ্চিত হওয়া যায়নি।

ওই ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ হয়েছে। এসব ভিডিওতে দেখা গেছে, পুলিশ ঘটনাস্থলে বেস্টনী দিয়ে রেখেছে। ওই চার্চের কাছে পার্কিংয়ে থাকা বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন