![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় এক পক্ষ আরেক পক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়।
শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ব্রাক্ষণখালী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাক্ষণখালী এলাকার গিয়াস উদ্দিনের সঙ্গে একই এলাকার সানোয়ারের দশ শতাংশের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার সন্ধ্যায় ওই জমি দখল করতে গিয়াস উদ্দিন ও তার লোকজন বালু ভরাট করতে গেলে সানোয়ার ও তার লোকজন বাধা দেয়। উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে মারপিটে জড়িয়ে পড়েন তারা।
এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন রামদা, চাপাতি, চাইনিজ কুড়ালসহ ধারালো ও দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এছাড়া এক পক্ষ আরেক পক্ষের ঘরবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায় বলে উভয় পক্ষ থেকে দাবি করা হচ্ছে।
কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের শহিদুল ইসলাম, জহিরুল ইসলাম, রিয়াজ হোসেন, জুৎস্না বেগম, আছিরুন নেছা, শহিদুল মিয়া, রুবেল মিয়া. মোবারক হোসেন, গিয়াস উদ্দিন, কাকুলি আক্তারসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে অন্তত দশ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক গিতা রানি সরকার বলেন, সংঘর্ষের ঘটনায় যারা এখানে চিকিৎসা নিতে এসেছেন সবার অবস্থাই আশঙ্কাজনক। এছাড়া হাসপাতালে চিকিৎসা নিতে এসেও দু’পক্ষ মারপিটে জড়িয়ে পড়ার চেষ্টা করেন। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তদন্ত মোতাবেক উভয় পক্ষের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে।’
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন