নোয়াখালীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা | Daily Chandni Bazar নোয়াখালীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১ ১১:০৮
নোয়াখালীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
অনলাইন ডেস্ক

নোয়াখালীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

জমি নিয়ে বিরোধের জেরে নোয়াখালী শহর স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের দত্তবাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী মনু নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের কাশিপুরের দত্তবাড়ী এলাকার মৃত আকবর আলীর ছেলে। তিনি নোয়াখালী শহর স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ছিলেন।

এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত ইকবাল তার সহযোগীদের নিয়ে লাপাত্তা রয়েছেন।

পরিবারের অভিযোগ, নিহত মনুর পরিবারের সাথে তার চাচা ইকবালের সম্পত্তি নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধকে কেন্দ্র করে চাচা ইকবালের নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, সোমবার রাতে দত্তবাড়ি এলাকা থেকে মনুকে ধরে নিয়ে যান তার চাচা ইকবাল ও তার সহযোগীরা। এরপর দত্ত বাড়ির পাশে একটি দোকানে মনুকে আটকে রেখে বেধড়ক মারধর করে কুপিয়ে হত্যা করা হয়। পরে এলাকাবাসী তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুধারাম থানার ওসি মো. সাহেদ উদ্দিন জানান, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

   দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন