বরিশালে করোনায় কলেজশিক্ষক, উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু | Daily Chandni Bazar বরিশালে করোনায় কলেজশিক্ষক, উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১ ১৮:০৩
বরিশালে করোনায় কলেজশিক্ষক, উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু
অনলাইন ডেস্ক

বরিশালে করোনায় কলেজশিক্ষক, উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু

বরিশালে করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে দুজন ও আক্রান্ত নিয়ে একজন মারা গেছেন। বুধবার (৩১ মার্চ) সকালে দুজন এবং দুপুরে একজন মারা যান। এদের মধ্যে একজন কলেজশিক্ষকও রয়েছেন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন-ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মহিউদ্দিন হাওলাদার (৫৮), বরিশাল নগরের বাজার রোড এলাকার সুদর্শন রায় চৌধুরী (৪১) ও পটুয়াখালীর আব্দুল মজিদ পালোয়ান (৫০)।

মহিউদ্দিন হাওলাদার নগরের আলেকান্দা এলাকায় থাকতেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত ২৫ মার্চ কলেজশিক্ষক মহিউদ্দিন হাওলাদারের করোনা রিপোর্ট পজিটিভ আসে। বুধবার দুপুর ২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগ তিনি মারা যান। বাকি দুজন করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার (৩০ মার্চ) রাতে হাসপাতালে ভর্তি হন। সকালে তারা মারা যান।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন