কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু | Daily Chandni Bazar কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১ ১৮:১৩
কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু
অনলাইন ডেস্ক

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ শওকত আলী (৪৯) নামের হত্যা মামলার এক হাজতির মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শওকত আলী ঢাকার পল্লবী থানা এলাকার মৃত কাওসার আলীর ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার রীতেশ চাকমা জানান, সকালে কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন শওকত আলী। তাকে দ্রুত কারা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শওকত আলীকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে ঢাকার পল্লবী থানায় একটি হত্যা মামলা রুজু ছিল। ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন