ঝড়ে উড়ে গেল উপহার দেয়া ১৩ ঘরের ছাউনি | Daily Chandni Bazar ঝড়ে উড়ে গেল উপহার দেয়া ১৩ ঘরের ছাউনি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১ ১৮:১৬
ঝড়ে উড়ে গেল উপহার দেয়া ১৩ ঘরের ছাউনি
অনলাইন ডেস্ক

ঝড়ে উড়ে গেল উপহার দেয়া ১৩ ঘরের ছাউনি

সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর নতুন হাটিতে ভূমিহীনদের প্রধানমন্ত্রীর দেয়া মুজিববর্ষের উপহারের ১৩টি ঘরের ছাউনি ঝড়ে উড়ে গেছে। একই স্থানে নির্মিত বাকি ১০টি ঘরের ছাউনি দুমড়ে-মুচড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলে আছে।

মঙ্গলবার (৩০ মার্চ) রাতে কালবৈশাখীর দমকা হাওয়ায় ক্ষতিগ্রস্ত হয় এসব ঘরবাড়ি। এ সময় ঘরগুলোতে বসবাসরত লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তারা ঝড়বৃষ্টির মধ্যেই ঘর ছেড়ে দৌড়ে পার্শ্ববর্তী বাড়িঘরে আশ্রয় নেন।

এলাকাবাসীর অভিযোগ, নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির কারণেই দমকা হাওয়ায় নিমিষেই লন্ডভন্ড হয়ে গেছে এসব ঘরবাড়ি।


উপকারভোগী বিদ্যুৎ দাস জানান, শ্যামারচর নতুন হাটিতে ২৫টি পরিবার মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের সরকারের দেয়া ঘর পেয়েছেন। প্রত্যেক উপকারভোগী পরিবার নিয়ে ঘরে বাস করেন। মঙ্গলবার রাতে হঠাৎ দমকা হাওয়াসহ ঝড়ে নিমিষেই লন্ডভন্ড হয়ে যায় সদ্য নির্মিত সবকটি বাড়িঘর।

তার অভিযোগ, নিম্নমানের কাজের কারণেই ঝড়ে উড়ে গেছে চালের টিন। ক্ষতিগ্রস্ত হয়েছে সবকটা ঘর।

এ বিষয়ে দিরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান মামুন বলেন, ‘মঙ্গলবার রাতে কালবৈশাখী ঝড়ে প্রধানমন্ত্রীর উপহার দেয়া ১৩টি ঘরের ছাউনি উড়ে গেছে। আমি ক্ষতিগ্রস্ত ঘরগুলো দেখে পুনরায় মেরামত করে দিচ্ছি।’

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন