রাজাবাজার আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে ১ হাজার মাস্ক বিতরণ | Daily Chandni Bazar রাজাবাজার আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে ১ হাজার মাস্ক বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ এপ্রিল, ২০২১ ২১:৫৯
রাজাবাজার আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে ১ হাজার মাস্ক বিতরণ
ষ্টাফ রিপোর্টার

রাজাবাজার আড়ৎদার ও ব্যবসায়ী
সমিতির উদ্যোগে ১ হাজার মাস্ক বিতরণ

করোনা পরিস্থিতি মোকাবেলা ও স্বাস্থবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বগুড়া শহরের রাজাবাজারে ১ হাজার সার্জিক্যাল মাস্ক বিতরণ এবং ক্রেতা-বিক্রেতাদের সচেতন করে মাইকিং করা হয়েছে।

রাজা বাজার আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজের নেতৃত্বে সমিতির উদ্যোগে উত্তরবঙ্গের বৃহৎ এই পাইকারী ও খুচরা বাজারে বৃহস্পতিবার দুপুরে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সমিতির নেতৃবৃন্দরা বর্তমান এই করোনা পরিস্থিতিতে সকলকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা পালনের অনুরোধ জানান। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজা বাজার আড়ৎদার ও ব্যবসায়ি সমিতির উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মোল্লা, আলহাজ্ব আলমসহ সাধারণ ব্যবসায়ীরা। এ প্রসঙ্গে ব্যবসায়ী নেতা পরিমল প্রসাদ বলেন, করোনা সংক্রমণের ঝুঁকি হ্রাসে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন তারা। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে তা বাস্তবায়নের লক্ষ্যে তিনি সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান একই সাথে ক্রেতাদের  স্বার্থে ব্যবসায়ীরা যেন সকল প্রতিবন্ধকতাপূর্ণ পরিস্থিতিতেও নিজেদের ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে সেই লক্ষ্যেও তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন