বগুড়ায় মেডিকেলে ভর্তি পরীক্ষা ফটোকপি দোকান বন্ধ রাখার নির্দেশ | Daily Chandni Bazar বগুড়ায় মেডিকেলে ভর্তি পরীক্ষা ফটোকপি দোকান বন্ধ রাখার নির্দেশ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ এপ্রিল, ২০২১ ২২:০৫
বগুড়ায় মেডিকেলে ভর্তি পরীক্ষা ফটোকপি দোকান বন্ধ রাখার নির্দেশ
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় মেডিকেলে ভর্তি পরীক্ষা 
ফটোকপি দোকান বন্ধ রাখার নির্দেশ

 বগুড়ায় ২ এপ্রিল মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা থাকায় দুই দিন ফটোকপি দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বগুড়া শহরের সপ্তপদী মার্কেটে জেলা প্রশাসন থেকে কর্মকর্তাগণ গিয়ে ফটোকপির দোকান ১ ও ২ এপ্রিল বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: রেজাউল আলম জুয়েল জানান, শুক্রবার সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত বগুড়া মেডিকেলে এবং মিলেনিয়াম স্কলাস্টিকা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মোট ৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষা গ্রহণের সকল কার্যক্রম গ্রহণ করা হয়েছে। 
বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহ্উদ্দিন আহমেদ জানান, মেডিকেল ভর্তি পরীক্ষার পর ফটোকপি দোকান খুলতে পারবে। সরকারি নির্দেশনা থাকায় বগুড়ায় মেডিকেল ভর্তি পরীক্ষার কেন্দ্র এলাকা, শহর ও শহরের আশপাশের ফটোকপির দোকান বন্ধ থাকবে। এ বিষয়ে ফটোকপি ব্যবসায়িদের বলা হয়েছে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন