বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর | Daily Chandni Bazar বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ এপ্রিল, ২০২১ ১৪:৩৫
বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
অনলাইন ডেস্ক

বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

মৌলভীবাজার-কুলাউড়া সড়কে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

শুক্রবার (২ এপ্রিল) বেলা ১১ টার দিকে রাজনগর উপজেলার মাথিউড়া চা বাগানের গবিন ছড়া সেকশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে কুলাউড়া থেকে সুজন কর্মকারসহ (২২) তার আরও এক সঙ্গী রাজনগর উপজেলার উত্তর ভাগ আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মিতালী নামক একটি বাসের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই সুজন কর্মকার মারা যান।

স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত মোটরসাইকেলের আরেক আরোহীকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার নাম জানা যায়নি।

রাজানগর থানার উপপরিদর্শক (এসআই) সুলেমান হোসেন জানান মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন