পবিত্র রমজান মাসে যেসব মুসলমান ওমরাহ পালন করবেন অথবা মসজিদুল হারামে নামাজ আদায় করবেন তাদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। এর ফলে রমজানে কাবায় নামাজ আদায় করতে চাইলেও মুসল্লিদের শরীরে করোনার বিরুদ্ধে ইমিউনিটি তৈরি হতে হবে। খবর : আল জাজিরা।
সোমবার (৫ এপ্রিল) সৌদির হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা করোনার দুই ডোজ টিকা নিয়েছেন বা এক ডোজ টিকা নেয়ার পর কমপক্ষে ১৪ দিন পার হয়েছে অথবা যারা করোনা আক্রান্ত হওয়ার পর পুরোপুরি সেরে উঠেছেন শুধুমাত্র তারাই এবার মসজিদুল হারামে নামাজ পড়ার বা ওমরাহ করার সুযোগ পাবেন।
তবে এ নিয়ম রমজানের পরে হজ্জ মৌসুমেও বহাল থাকবে কি না তা এখনও পরিষ্কার নয়।
এখন পর্যন্ত দেশটিতে করোনায় অন্তত ৩ লাখ ৯৩ হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ৬ হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত দেশটির প্রায় সাড়ে তিন কোটি নাগরিকের মাঝে ৫০ লাখের মতো মানুষ করোনা টিকা নিয়েছেন।
গত বছর দেশটির মাত্র ১০ হাজার মানুষ হজ্জ করার সুযোগ পেয়েছিলেন। বিদেশে অবস্থানরত সৌদি নাগরিক বা অন্য দেশের নাগরিকদের জন্য হজ্জ গত বছর বন্ধ ছিল।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন