![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২১ ২১:৫৯
নন্দীগ্রামে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে ডুবে কুমারী পুজা (৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই কামার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুজা হাটকড়ই কামার পাড়া গ্রামের সুবেন চন্দ্রের মেয়ে ও হাটকড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয় সুত্রে জানা যায়, পরিবারের সবার অজান্তে পুজা বাড়ির পার্শ্বে পুকুরে গোসল করতে যায়। অনেক সময় তাকে বাড়িতে না দেখে পরিবারের লোকজন খোঁজাখঁজি শুরু করে। পরে পুকুর থেকে তার মৃত দেহ উদ্ধার করা হয়। হাটকড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন