![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
গাইবান্ধার সাঘাটায় কাটাখালী নদীতে দীর্ঘদিন থেকে একটি সংঘবদ্ধচক্র ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় মালেন দহ সেতু হুমকির মুখে পড়েছে। উপজেলার বলিয়ার বেড় গ্রামের সানোয়ার, মোনারুলসহ কয়েকজন ব্যাক্তি নিজ স্বার্থ হাসিলের জন্য দীর্ঘদিন থেকে মালেন দহ সেতুর সন্নিকটে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে তা বিক্রি করে আসছেন। প্রভাবশালী হওয়ায় রহস্যজনক কারণে এসব বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। এর কারণে সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পড়েছে ঝুঁকিতে। এলাকাবাসী বলেন, এভাবে বালু উত্তোলন করা হলে অল্প কিছুদিনের মধ্যে সেতুটি ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া নদী রক্ষা প্রকল্পের ব্লক ধসে পড়েছে, নদী ভাঙ্গন ও দেখা দিয়েছে। সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর ও সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তুহিন হোসেন সাথে কথা হলে ভিডিও সাক্ষাৎকার না দেওয়ার শতে জানান, অচিরেই বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন