বিধিনিষেধ আরোপের তৃতীয় দিনে বাজার স্থিতিশীল | Daily Chandni Bazar বিধিনিষেধ আরোপের তৃতীয় দিনে বাজার স্থিতিশীল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ এপ্রিল, ২০২১ ১৪:০৮
বিধিনিষেধ আরোপের তৃতীয় দিনে বাজার স্থিতিশীল
অনলাইন ডেস্ক

বিধিনিষেধ আরোপের তৃতীয় দিনে বাজার স্থিতিশীল

সরকার ঘোষিত ‘কঠোর বিধিনিষেধ’ আরোপের প্রথম দিনে পেঁয়াজসহ বিভিন্ন সবজির দাম কিছুটা বেড়েছিল। আর দ্বিতীয় দিনে এসে মুরগির দাম কেজিতে প্রায় ১০০ টাকা কমে। তবে বুধবার (৭ এপ্রিল) তৃতীয় দিনে নতুন করে বাজারে পণ্যের দামে কোনো হেরফের হয়নি। বলতে গেলে স্থিতিশীল রয়েছে বাজার।

সরেজমিনে রাজধানীর খিলগাঁও, রামপুরাসহ কয়েকটি খুচরা বাজার ঘুরে এ পরিস্থিতি দেখা গেছে। অন্যদিকে কাওরান বাজারে পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, কঠোর বিধিনিষেধের আওতা বহির্ভূত থাকায় পণ্য সরবরাহে কোনো সমস্যা হচ্ছে না। নিয়মিত পণ্য আসছে ওই বাজারসহ যাত্রাবাড়ী ও বিশ্বরোডের পাইকারি বাজারে।

বুধবারের বাজারে দেখা গেছে, কোনো সবজির কমতি নেই। আলু, পটল, উস্তা, টমেটো, শিম, লাউ, কাঁচা-পাকা মিষ্টি কুমড়া, ভেন্ডি, করলা, বেগুন, মুলা, লাল শাক, পালং শাক, লাউ শাক সবকিছুই বাজারে ভরপুর।


এইদিন প্রতি কেজি ভেন্ডি, বেগুন, উস্তা, পটল, বরবটি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। এছাড়া আলু ২০ টাকা, পেঁপে ২৫ টাকা, টমেটো ২০ টাকা, লাউ ৫০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।
তবে বিধিনিষেধের প্রথম দিনে দাম বেড়ে যাওয়ায় সবজির দামে ক্রেতাদের মধ্যে কিছুটা অস্বস্তি বিরাজ করছে। ইমদাদুল হাসান নামে একজন ক্রেতা বলেন, বর্তমানে সবজির দাম স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি। বাজারে ভরপুর সবজি তারপরও দাম কমছে না। কোনো রকম অজুহাত পেলেই দাম বাড়িয়ে দেন বিক্রেতারা।

অন্যদিকে রামপুরা বাজারের মুদি দোকানি আব্দুল খালেক জানান, সরকার ঘোষিত বিধিনিষেধের পরে তেল-চিনি-আটার মতো পণ্যগুলোর দাম স্থিতিশীল রয়েছে। এখনো বাজারে বিধিনিষেধের (লকডাউন) কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। পাইকারি বাজার খোলা থাকায় সরবরাহ পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন