বিধিনিষেধ ঠেলেই তারা এসেছেন চিড়িয়াখানায়! | Daily Chandni Bazar বিধিনিষেধ ঠেলেই তারা এসেছেন চিড়িয়াখানায়! | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ এপ্রিল, ২০২১ ১৪:১০
বিধিনিষেধ ঠেলেই তারা এসেছেন চিড়িয়াখানায়!
অনলাইন ডেস্ক

বিধিনিষেধ ঠেলেই তারা এসেছেন চিড়িয়াখানায়!

দেশে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। ফলে সারাদেশে চলছে ‘কঠোর বিধিনিষেধ’। বন্ধ রয়েছে বিনোদন কেন্দ্রগুলো। তবে এরই মধ্যে অনেকে পরিবার নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে আসছেন।বুধবার (৭ এপ্রিল) বেশ কয়েকটি পরিবারকে শিশু সন্তানসহ জাতীয় চিড়িয়াখানায় ঘুরতে আসতে দেখা যায়।

নারায়ণগঞ্জ থেকে পরিবার নিয়ে চিড়িয়াখানায় এসেছেন চাকরিজীবী উসমান। জাগো নিউজকে তিনি বলেন, ‘সবাইকে নিয়ে এসেছিলাম। এখন বলছে লকডাউন। কবে, কখন খুলবে কিছু তো বলে নাই।’

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোবাশ্বের এসেছেন তার ভাতিজাকে নিয়ে। মোহাম্মদপুর থেকে ২৫০ টাকা সিএনজি ভাড়া দিয়ে চিড়িয়াখানায় এসে জানতে পারেন চিড়িয়াখানা বন্ধ।সরকারের নিষেধাজ্ঞার মধ্যে বের হয়েছেন কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘লকডাউনে সবই তো চলছে।’

চিড়িয়াখানার নিরাপত্তা কর্মী রহমান জানান, সকাল থেকে ৫-৭ জন এসেছেন চিড়িয়াখানা ঘুরতে। সবাইকে বলেছি করোনাভাইরাসের কারণে চিড়িয়াখানা বন্ধ রয়েছে।করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত শুক্রবার (২ এপ্রিল) থেকে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ করে সরকার।

চিড়িয়াখানার তথ্য কর্মকর্তা ডা. মো. ওয়ালিউর রহমান জাগো নিউজকে বলেন, ‘করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চিড়িয়াখানা বন্ধ আছে দর্শনার্থীদের জন্য। তবে চিড়িয়াখানার স্বাভাবিক কার্যক্রম চলছে।’

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন