ধর্ষণের জন্য নারীর পোশাককে দায়ী করে বিতর্কে ইমরান খান | Daily Chandni Bazar ধর্ষণের জন্য নারীর পোশাককে দায়ী করে বিতর্কে ইমরান খান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ এপ্রিল, ২০২১ ০৯:৫৪
ধর্ষণের জন্য নারীর পোশাককে দায়ী করে বিতর্কে ইমরান খান
অনলাইন ডেস্ক

ধর্ষণের জন্য নারীর পোশাককে দায়ী করে বিতর্কে ইমরান খান

ধর্ষণের ঘটনা বৃদ্ধির কারণ হিসেবে নারীর পোশাককে দায়ী করে বিতর্কে জড়িয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছেন, ‘যেকোনো সমাজেই ধর্ষণের ঘটনা বৃদ্ধি ইঙ্গিত দেয় যে সেখানে অশ্লীলতা বেড়ে গেছে।’

বিবিসির খবরে বলা হয়, ওই সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী নারীদের শালীন পোশাক পরার পরামর্শও দেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘পর্দা করার সারবস্তুই হলো আকর্ষণ করা থেকে বিরত থাকা। নিজেকে বিরত রাখার ইচ্ছাশক্তি সবার নেই।’

ইমরান খানের ওই মন্তব্যের পর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন অধিকার সংগঠন। অনলাইনে বুধবার (৭ এপ্রিল) এ-সংক্রান্ত একটি বিবৃতিতে অনেকে স্বাক্ষরও করেছেন।

এক যৌথ বিবৃতিতে তারা বলেছেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খান যা বলেছেন সেটা আদতে ভুল, অসহনশীল এবং বিপজ্জনক। তার এ বক্তব্য সরাসরি ধর্ষণের পক্ষে প্রচারণা এবং এটি ধর্ষণের মতো অপরাধকে উস্কে দেবে।’

এর আগে মঙ্গলবার হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তান বিবৃতিতে বলে, ইমরান খানের মন্তব্যে তারা ‘হতভম্ব’ হয়েছে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন