সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ | Daily Chandni Bazar সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ এপ্রিল, ২০২১ ২১:৩০
সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
আল কারিয়া চৌধুরী পাঁচবিবি

সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের একটি গ্রামে সপ্তম শ্রেণীর স্কুল পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে আনারুল ইসলাম (৩৫) নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজি। এঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। 

ভুক্তভোগী পরিবার ও থানা সুত্রে জানা গেছে, বুধবার (৭ই মার্চ) বিকেলে ওই স্কুলছাত্রী ঘরে টিভি দেখছিল। মা-বাবা দু’জনেই বাড়ির বাহিরে থাকায় প্রতিবেশী চাচা আনারুল ইসলাম কৌশলে মেয়েটির ঘরে প্রবেশ করে জোর করে ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়েটির আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে বখাটে পালিয়ে যায়। ঘটনার কিছুক্ষণ পরে মেয়েটির মা-বাবা বাড়ি ফিরে বিষয়টি জানতে পেয়ে পরিবারের লোকজন সঙ্গে নিয়ে রাতেই থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এঘটনায় আনারুল ইসলামের বাড়িতে গেলে তার বাড়ির দরজায় তালাবদ্ধ দেখা যায়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, থানায় লিখিত অভিযোগ পাওয়ার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীণ আছে। 

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন