পশ্চিমবঙ্গে একদিনে করোনা শনাক্ত ২৭০০ জনের, মৃত্যু ৭ | Daily Chandni Bazar পশ্চিমবঙ্গে একদিনে করোনা শনাক্ত ২৭০০ জনের, মৃত্যু ৭ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২১ ১১:৩৭
পশ্চিমবঙ্গে একদিনে করোনা শনাক্ত ২৭০০ জনের, মৃত্যু ৭
অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গে একদিনে করোনা শনাক্ত ২৭০০ জনের, মৃত্যু ৭

মহামারি করোনাভাইরাসের সংক্রমণে উদ্বেগ বাড়ছে ভারতে। দেশটির বিভিন্ন রাজ্যে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে।

বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ৭৮৩ জনে, যা আগের দিনের তুলনায় প্রায় ৪০০ বেশি। এ দিন মৃত্যুর সংখ্যাও বেড়েছে। এ রাজ্যে মৃত্যু হয়েছে ৭ জনের। আগের দিন, অর্থাৎ বুধবারেও সংখ্যাটা একই ছিল। নতুন করে করোনা সংক্রমণ ছড়াতে শুরু করায় রাজ্যে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার পার করে গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারের রিপোর্ট বলছে, এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্ত হয়েছে ৬ লাখ ২ হাজার ৮০৭ জন। আর মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৩৭০ জনের। করোনাকে হারিয়ে ৫ লাখ ৭৬ হাজার ৩২৮ জন সুস্থ হয়ে উঠেছে।

কলকাতায় এখনও সর্বাধিক হারে করোনা সংক্রমণ দেখা যাচ্ছে। এরপর পাশের জেলা উত্তর ২৪ পরগনা ও হাওড়া রয়েছে। বৃহস্পতিবার কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭১৬ জন । উত্তর ২৪ পরগণায় ৫৯৫ জন ও হাওড়ায় আক্রান্ত হয়েছেন ২২১ জন। করোনা নিয়ে রাজ্যের একাংশের বাসিন্দা স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে করোনার বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতিতে বৃহস্পতিবার দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতে উপস্থিত ছিলেন না। তার জায়গায় ছিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, নির্বাচনী প্রচারের কারণে বৈঠকে অনুপস্থিত ছিলেন মমতা।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন