শেরপুরে শিশুদের মাঝে বস্ত্র ও মাস্ক বিতরণ | Daily Chandni Bazar শেরপুরে শিশুদের মাঝে বস্ত্র ও মাস্ক বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২১ ২৩:১০
শেরপুরে শিশুদের মাঝে বস্ত্র ও মাস্ক বিতরণ
শেরপুর(বগুড়া)প্রতিনিধি

শেরপুরে শিশুদের মাঝে বস্ত্র ও মাস্ক বিতরণ

বগুড়ার শেরপুরে ‘ মিসকিন পাওয়ার’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে প্রায় ৩ শতাধিক গরীব ও দুস্থ শিশুদের মাঝে বস্ত্র ও মাস্ক বিতরণ এবং প্রায় এক কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে। 
৯ এপ্রিল শুক্রবার দুপুরে উপজেলার গাড়িদহ ইউনিয়নের কাফুড়াপূর্ব পাড়া প্রস্তাবিত হুলুলুলু পার্ক উদ্যোনে এসব সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন হুলুলুলু পার্কের চেয়ারম্যান মো. রতন হোসেন, পরিচালক জাহাঙ্গীর আলম ঠান্ডু, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, তত্বাবধায়ক আইয়ুব আলী। এসময় অন্যান্যদের মধ্যে খোকা জায়দার, জিয়াউদ্দিন, মামুন হোসেন, মোয়াজ্জেম রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ওই এলাকার হাজিরোড- ঈদগাহ মাঠ পর্যন্ত চলাচল অনুপোযী প্রায় ১ কিলোমিটার রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হয়। 

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন