![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
বগুড়ায় করোনা আক্রান্ত্র হয়ে যুবকরে মৃত্যু এবং নতুন করে আক্রান্ত হয়েছে ৫১ জন। মারা যাওয়া যুবক জয়পুরহাট জেলার বাসিন্দা।
শুক্রবার বগুড়া সিভিল সার্জন এর কার্যালয় সুত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় (৮ এপ্রিল) নতুন করে আক্রান্ত ৫১জনের মধ্যে বগুড়া সদর উপজেলার ৪০জন। এছাড়া দুপচাঁচিয়ায় ৪জন, শেরপুরে ৩জন, শাজাহানপুর ৩জন এবং অপরজন সারিয়াকান্দি উপজেলার বাসি। ২০১টি নমুনার ফলাফলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৯৬ টি নমুনায় ৪৬ জনের পজিটিভ। আর টিএমএএস মেডিকেলে ১৪টি নমুনায় ৫ জন পজিটিভ হয়। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১০ হাজার ৭৭৯ জন এবং সুস্থতার সংখ্যা ৯ হাজার ৮৯৮ জনে দাঁড়িয়েছে। নতুন করে করোনায় মারা গেছেন জয়পুরহাট জেলার বাসিন্দা মো: মানিক (২৫)। তিনি বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ২৬৭টি জনের। সরকারি হিসেবে বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৬১৪জন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন