আ.লীগ নেতার বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার | Daily Chandni Bazar আ.লীগ নেতার বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১ ১৬:২১
আ.লীগ নেতার বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক

আ.লীগ নেতার বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক মাসুদ রানার বাসা থেকে হাসান আলী (৪৩) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় বাড়ির মালিক মাসুদ রানাকে (৪৫) আটক করা হয়েছে।

শনিবার (১০ এপ্রিল) দুপুরে শহরের খানকা শরীফ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাসান আলী শহরের থানা পাড়ার বাসিন্দা। তিনি শহরে ‘আফজাল সুজ’ নামে জুতার দোকানের ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক মাসুদ রানা সুদে টাকা লেনদেন করতেন। হাসান আলীর কাছে তার সুদের টাকা পাওনা ছিল। ওই টাকা আদায়ের জন্য হাসানকে নিজ বাড়িতে আটকে রেখেছিলেন মাসুদ রানা। টাকা পরিশোধ করতে না পেরে হাসান আলী আত্মহত্যার পথ বেঁছে নিয়েছেন বলে দাবি তাদের।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, স্থানীয়দের খবরে শহরের খানকা শরীফ এলাকার বাসিন্দা মাসুদ রানার বাড়ি থেকে হাসান আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন