চট্টগ্রামে বহুতল ভবনে আগুন | Daily Chandni Bazar চট্টগ্রামে বহুতল ভবনে আগুন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১ ১৬:৩৩
চট্টগ্রামে বহুতল ভবনে আগুন
অনলাইন ডেস্ক

চট্টগ্রামে বহুতল ভবনে আগুন

বন্দর নগরী চট্টগ্রামের এনায়েত বাজার এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১০ এপ্রিল) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা শাহিদুর রহমান।

তিনি বলেন, ‘দুপুর ২টা ৫ মিনিটের দিকে এনায়েত বাজার এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে নন্দনকানন ফায়ার সার্ভিসের দুটি গাড়ি পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। নিয়ন্ত্রণের পর তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।’

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন