চট্টগ্রামে হেলে পড়েছে পাঁচতলা ভবন | Daily Chandni Bazar চট্টগ্রামে হেলে পড়েছে পাঁচতলা ভবন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১ ০৯:৩৪
চট্টগ্রামে হেলে পড়েছে পাঁচতলা ভবন
অনলাইন ডেস্ক

চট্টগ্রামে হেলে পড়েছে পাঁচতলা ভবন

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার এনায়েত বাজার এলাকায় একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। শনিবার (১০ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে ভবনটি হেলে পড়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ আহমেদ।

তিনি বলেন, ‘রাত নয়টার দিকে এনায়েত বাজার এলাকায় ভবন ধসের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যায়। সঙ্গে চট্টগ্রাম নগর পুলিশের একটি দলও ঘটনাস্থলে আসে। পরে ভবনটি ঘিরে রেখে নিরাপদে বাসিন্দাদের বের করে আনা হয়।’

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ আহমেদ আরও বলেন, ‘হেলেপড়া ওই ভবনের সামনে একটি বড় গর্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গর্তের কারণে ভবনটি হেলে পড়েছে। বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলা যাবে।’

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন