জনগণ চাইলে পদত্যাগ করবো, আপনি তৈরি হোন : মমতাকে অমিত শাহ | Daily Chandni Bazar জনগণ চাইলে পদত্যাগ করবো, আপনি তৈরি হোন : মমতাকে অমিত শাহ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১ ০৯:৫১
জনগণ চাইলে পদত্যাগ করবো, আপনি তৈরি হোন : মমতাকে অমিত শাহ
অনলাইন ডেস্ক

জনগণ চাইলে পদত্যাগ করবো, আপনি তৈরি হোন : মমতাকে অমিত শাহ

বিধানসভার ভোটগ্রহণের দিন কোচবিহারের শীতলকুচিতে গুলিতে চার জনের প্রাণহানির ঘটনায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জবাবে অমিত শাহ জানিয়েছেন, মানুষ বললে পদত্যাগ করতে পারেন তিনি। কিন্তু ২ মে’র পর পদত্যাগ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যাকে।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, কোচবিহারের শীতলকুচিতে নির্বাচনী সহিংসতায় গুলিতে চার জনের মৃত্যুর পর জনসভা থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছিলেন তৃণমূল নেত্রী মমতা। তিনি বলেছিলেন, ‘ঘটনার দায় নিয়ে পদত্যাগ করা উচিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।’

এদিকে রোববার পশ্চিমবঙ্গে একাধিক কর্মসূচি ছিল অমিত শাহের। বসিরহাট দক্ষিণের সভা থেকেই সেই পদত্যাগ প্রসঙ্গই তোলেন তিনি। বলেন, ‘মানুষ যখন বলবে, তখন আমি পদত্যাগ করতে পারি। কিন্তু আপনি প্রস্তুত থাকুন, ২ মে আপনাকে পদত্যাগ করতে হবে।’

পাশাপাশি তিনি দাবি করেন, শীতলকুচির ঘটনার জন্য মুখ্যমন্ত্রীর মন্তব্যই দায়ী। তিনি বলেন, ‘দিদি কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করতে উৎসাহ দিয়েছিলেন। আপনার জন্য চার জন মানুষের মৃত্যু হয়েছে। ওই দিন সকালে ওই বিধানসভা এলাকাতেই এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছিল। দিদি তা নিয়ে কিছু বললেন না।’

এদিন বসিরহাটের সভা থেকেও বিজেপির ২০০ আসন পাওয়ার কথা আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেন অমিত শাহ। বলেন, ‘আমি এখানে একটা অনুরোধ করতে এসেছি। দিদি ১০ বছর শাসন করেছেন। তাই তাকে ছোটখাটো একটা বিদায় অভ্যর্থনা জানানো উচিত। আপনারা বিজেপিকে ২০০ আসন পাইয়ে দিন, সেটাই দিদির বিদায় উপহার হবে।’

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন