সন্ত্রাসী হামলায় পারমানবিক কেন্দ্রের বিদ্যুৎ চলে যায় : ইরান | Daily Chandni Bazar সন্ত্রাসী হামলায় পারমানবিক কেন্দ্রের বিদ্যুৎ চলে যায় : ইরান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১ ০৯:৫৩
সন্ত্রাসী হামলায় পারমানবিক কেন্দ্রের বিদ্যুৎ চলে যায় : ইরান
অনলাইন ডেস্ক

সন্ত্রাসী হামলায় পারমানবিক কেন্দ্রের বিদ্যুৎ চলে যায় : ইরান

ইরানের ভূগর্ভস্থ নাতাজ পারমানবিক কমপ্লেক্সে সন্ত্রাসী হামলার কারণে বিদ্যুৎ চলে যায় বলে দাবি করেছে দেশটি। ইরান বলেছে, ‘এর জবাব দেয়ার অধিকার তাদের আছে।’ খবর : বিবিসি।

তবে এ ঘটনার পেছনে দেশটি কাদের দায়ী করছে এবং কিভাবে এর জবাব দিতে চায়, তা পরিষ্কার করেনি।

ইরানের পারমানবিক শক্তি সংস্থার প্রধান আলি আকবর সালেহি বলেছেন, ‘নাতাজ পরমানু সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলার মাধ্যমে ইরানবিরোধীদের অক্ষমতারই প্রকাশ ঘটেছে। এ ঘটনা তারাই ঘটিয়েছে, যারা ইরানের ওপর থেকে পরমানু চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উঠে যাক, তা চায় না।’

তিনি আরও বলেন, ‘এ হামলার জবাবে আন্তর্জাতিক সংস্থাগুলোর এবং আন্তর্জাতিক পরমানু কমিশনের ভূমিকা দেখতে চায় ইরান।’

রোববার ভোরের দিকে ইরানের এই পারমানবিক স্থাপনার বিদ্যুৎ সংযোগ চলে যায়। এর আগে গত বছরের জুলাই মাসে একই স্থাপনায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

রোববারের এ ঘটনার পরে ইরানের পরমানু কমিশনের মুখপাত্র বেহরুজ কামালাফেন্দি ফার্স নিউজকে বলেছেন, ‘এ ঘটনায় কোনো প্রাণহানি বা পরিবেশ বিপর্যয়ের ঘটনা ঘটেনি।’

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন