দিনে-দুপুরে আগুনে পুড়ল ১৬ কৃষকের স্বপ্ন | Daily Chandni Bazar দিনে-দুপুরে আগুনে পুড়ল ১৬ কৃষকের স্বপ্ন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১ ১৮:১৫
দিনে-দুপুরে আগুনে পুড়ল ১৬ কৃষকের স্বপ্ন
অনলাইন ডেস্ক

দিনে-দুপুরে আগুনে পুড়ল ১৬ কৃষকের স্বপ্ন

ঝিনাইদহের কালীগঞ্জে আগুনে পুড়ল ১৬ কৃষকের প্রায় ২০ বিঘা জমির পানের বরজ। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার রায়গ্রাম ইউনিয়নের খর্দ্দরায়গ্রাম দক্ষিণ মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে রতন সেনের দুই বিঘা, পিজুসের এক বিঘা, সুধীর সেনের ১০ কাঠা, রবীন সেনের এক বিঘা, অনুপ সেনের এক বিঘা, আনন্দ সেন এর ২৫ কাঠা, কৃষ্ণ সেনের এক বিঘা, বাবুল হোসেনের এক বিঘা, রতন দত্তর ১৫ কাঠা, তাপস ১৫ কাঠা, চঞ্চল সেন ১৫ কাঠা, ভাস্কর ১০ কাঠা, রামপদ ১০ কাঠা, অসোক দের এক বিঘা, হারান সেনের ১০ কাঠা এবং অমল সেনের ১০ কাঠাসহ প্রায় ২০ বিঘা জমির পান পুড়ে যায়। খবর পেয়ে ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু ঘটনাস্থল পরিদর্শন করেন।

কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ জানান, দুপুরে মাঠে আগুন লাগে। এ সময় পান চাষিরা ফায়ার সার্ভিসে খবর দিলে কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকার প্রায় ১৬ জন কৃষকের ২০ বিঘা জমির পান পুড়ে ছাই হয়ে গেছে।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন