রাজশাহীতে কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ পাথরবোঝাই একটি ট্রাক জব্দ করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় শহিদুল ইসলাম (৩৩) নামের ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছ।
মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগরের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
তিনি জানান, সোমবার রাতে ট্রাকচালক শহিদুল জেলার গোদাগাড়ি থেকে হেরোইনগুলো পাথর বোঝাই ট্রাকে তুলে নেয়। এর পর ট্রাকটি সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে মহানগরীর সিটি হাট এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এক কেজি হেরোইনসহ চালক শহিদুলকে গ্রেফতার করে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল, সহকারী পুলিশ কমিশনার রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন