করোনায় আক্রান্ত রাজশাহীর এসপি | Daily Chandni Bazar করোনায় আক্রান্ত রাজশাহীর এসপি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১ ১৮:২০
করোনায় আক্রান্ত রাজশাহীর এসপি
অনলাইন ডেস্ক

করোনায় আক্রান্ত রাজশাহীর এসপি

রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (১২ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষা হলে তার করোনা শনাক্ত হয়।

মঙ্গলবার (১৩ এপ্রিল) জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এসপি মাসুদ হোসেনের সর্দি ছিল। বিভাগীয় পুলিশ হাসপাতালে গিয়ে তিনি নমুনা দেন। এরপর রামেকের ল্যাবে নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ রিপোর্ট আসে।

তিনি আরও জানান, রাতে করোনা পজিটিভ থাকার বিষয়টি জেনে বাসায় আইসোলেশনে চলে গেছেন এসপি মাসুদ হোসেন। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছে বলেও জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম।

উল্লেখ্য, সোমবার রামেকের ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৩৮টি নমুনায় করোনা শনাক্ত হয়।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন