শেরপুর উপজেলা'য় নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলামের পদায়ন | Daily Chandni Bazar শেরপুর উপজেলা'য় নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলামের পদায়ন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১ ২৩:৩২
শেরপুর উপজেলা'য় নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলামের পদায়ন
নাজমুস সাকিব আপেলঃ

শেরপুর উপজেলা'য় নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলামের পদায়ন

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ূন কবীর  (১১ই এপ্রিল) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ময়নুল ইসলামকে বগুড়া জেলার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে বদলি'র আদেশ জারি করা হয়েছে। শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সদ্য পদোন্নতি পাওয়া ময়নুল ইসলাম ২০১৪ সালের ৩৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডার হিসেবে উত্তীর্ণ হয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। বিভিন্ন সময়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত ছিলেন তিনি। সর্বশেষ কুড়িগ্রাম জেলার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন ময়নুল ইসলামগতকাল সোমবার বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেছেন বলে তিনি নিজেই নিশ্চিত করেছেন। চলতি সপ্তাহেই তিনি শেরপুর উপজেলা কার্যালয়ে যোগদান করতে পারেন।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন