পিরোজপুরের স্বরূপকাঠিতে ১১ বছরের শিশুকে যৌন হয়রানির প্রতিবাদ করায় পিটিয়ে তার নানির হাত ভেঙে দিয়েছে রুবেল (২৮) নামের এক বখাটে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে এ ঘটনায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সাগরকাদা এলাকার আফজাল হোসেনের ছেলে মো. রুবেল (২৮) প্রতিবেশীর বাড়িতে বেড়াতে আসা শিশুকে ঘরে ডেকে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন। এতে শিশুটি চিৎকার দিয়ে পালিয়ে যায়। পরে শিশুটি স্বজনদের সবকিছু খুলে বললে তার নানি প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে রুবেল শিশুর নানিকে পিটিয়ে হাত ভেঙে দেন। পরে ভুক্তভোগী নারী তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন